গাজীপুর প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২১

সরকার বিনামূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছেন, ‘আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের মানুষকে বিনামূল্যেই করোনার টিকা দিতে চাচ্ছেন।’ শনিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

তিনি বলেন, কোন প্রাইভেট সেক্টর, কোন কোম্পানী সরকারের টিকা দেয়ার আগে তারা শুরু করতে পারবে না। কে, কিভাবে, কখন শুরু করবে, কি সুযোগ পাবে প্রাইভেট সেক্টর, সরকার শর্ত দিয়ে এটা নির্ধারণ করে দিবে। কারণ এটা এমন না যে ডিসপেনসারিতে পাওয়া যাবে। তাহলে দেশের মানুষের জন্য হুমকি হতে পারে। এগুলো পুরোটাই যথাযথভাবে সরকার মনিটর করবে। সরকারই দায়িত্ব পালন করবে। মানুষের জীবন নিয়ে যে কেউ যা ইচ্ছা তা করবে, সরকার এটা কখনোই হতে দিবে না।

এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকার,বিনামূল্যে,করোনা টিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close