
চুলে অ্যালোভেরা ব্যবহার করবেন যেভাবে

চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা খুবই উপকারী। চুল পড়া বন্ধ করার পাশাপাশি অ্যালোভেরা চুল মসৃণ, নরম ও ঝলমলে করতেও কার্যকর। কয়েকটি ধাপে চুলে ব্যবহার করতে পারেন এই ভেষজ। জেনে নিন বিস্তারিত।
১। প্রথমেই প্রস্তুত করে নিন অ্যালোভেরা জেল। নিজেই তৈরি করে নিতে পারেন খাঁটি অ্যালোভেরা জেল। এজন্য অ্যালোভেরার পাতা মাঝ বরাবর চিড়ে নিন। চামচের সাহায্যে জেল বের করে ব্লেন্ড করে নিন। এতে মসৃণ হবে এবং ব্যবহার করতে সুবিধা হবে।
২। এবার চুল প্রস্তুত করে নিন অ্যালোভেরা জেল ব্যবহারের জন্য। পরিষ্কার এবং ভেজা চুলে লাগাবেন এটি। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিতে পারেন। আবার পরিষ্কার চুলে পানি স্প্রে করে সামান্য ভিজিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
৩। আঙুল অথবা ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় লাগান অ্যালোভেরা জেল। ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। এই ম্যাসাজের ফলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে।
৪। চুল ধুয়ে ফেলার আগে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। চাইলে সারারাত রেখে পরদিনও ধুয়ে ফেলতে পারেন। কুসুম গরম পানি দিয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
৫। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে ব্যবহার করুন অ্যালোভেরা জেল।