reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ভ্রু ঘন করতে চান? রইল টিপস

ছবি : সংগৃহীত

মুখ ও চোখের সৌন্দর্য বাড়ায় এক জোড়া ঘন ও কালো ভ্রু। ভ্রু অতিরিক্ত মোটা হলে পার্লারে গিয়ে পছন্দ মতো আকৃতি দেওয়া যায়। কিন্তু যাদের ভ্রু পাতলা তারা কী করবেন? পাতলা ভ্রুতে পছন্দ মতো আকৃতি দেওয়ার বেশ কঠিন। প্রাকৃতিক উপায়েই পাতলা ভ্রুর লোম ঘন করতে পারেন। জেনে নিন কীভাবে।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভ্রুতে ক্যাস্টর অয়েল লাগান। সকালে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ ভ্যাসলিনের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভ্রুতে লাগিয়ে রাখুন সারারাত। চাইলে চোখের পাপড়িতেও লাগাতে পারেন। পরদিন ধুয়ে ফেলুন।

প্রতিদিন তেল ম্যাসাজ করুন ভ্রুতে। অলিভ অয়েল, নারকেল তেল ও আমন্ড অয়েল ম্যাসাজ করলে বাড়বে ভ্রুর বৃদ্ধি।

ভ্রুতে পেঁয়াজের রস লাগিয়ে রেখে দিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল লাগালেও ফল পাবেন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগান এই জেল।

ডিমে থাকা প্রোটিন ভ্রুর বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। ডিমের সাদা অংশ ফেটিয়ে ভ্রুতে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভ্রু ময়েশ্চারাইজ করতে পারেন পেট্রোলিয়াম জেলির সাহায্যে। দিনে দুই থেকে তিনবার পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ভ্রুতে।

পাঁচটি আমলকী কুচি করে এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ভ্রুতে লাগান। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এটি।

২ চা চামচ কফি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। ১ কাপ পানি ফুটিয়ে কফির মিশ্রণটি ঢেলে দিন। ঠান্ডা হলে ভ্রুতে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। একদিন পর পর ব্যবহার করুন কফির মিশ্রণ।

একটি পাত্রে আধা কাপ নারিকেল তেল নিয়ে ৩ টেবিল চামচ মেথির গুঁড়া মেশান। পাত্রটি চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। বোতলে সংরক্ষণ করুন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে ম্যাসাজ করুন প্রতিদিন।

মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ছেঁকে ব্লেন্ড করে নিন। মেথির পেস্ট ভ্রুতে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এটি ব্যবহার করুন প্রতিদিন। মেথির পেস্ট একবারে করে সংরক্ষণ করতে পারেন ১ সপ্তাহ পর্যন্ত।

গরম দুধে তুলা ভিজিয়ে ভ্রুতে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন কয়েকবার করে করুন। ভ্রু ঘন হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্রু ঘন,সুন্দর ভ্রু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close