reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২৩

নিয়ম মেনে পোশাক ধুয়ে দিলে রঙ উঠবে না

ছবি : সংগৃহীত

পোশাক ভিজিয়ে রেখেছেন বালতিতে। ধুয়ে পরিষ্কার করার আগে দেখলেন রঙ উঠে একেবারে রঙিন হয়ে গেছে বালতির পানি! এভাবে রঙ উঠলে খুব দ্রুত বিবর্ণ হয়ে যায় পোশাক। এছাড়া একই সঙ্গে অন্য পোশাক ভিজালে সে পোশাকেও লেগে যায় রঙ। সুতি পোশাকের ক্ষেত্রেই এই বিড়ম্বনা বেশি হয়। কিছু টিপস মেনে চললে পোশাক থেকে উঠবে না রঙ।

পোশাক অতিরিক্ত গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। বেশিক্ষণ ভিজিয়ে রাখাও উচিত নয়। এতে রঙ উঠে ফ্যাকাসে হয়ে পড়ে পোশাক।

সুতির পোশাক প্রথমবার পরিষ্কার করার সময় কিছুটা রঙ বেরিয়ে যায়। তাই প্রথমবার কাপড় ধোয়ার আগে লবণ মেশানো পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সাবান পানিতে ধুয়ে নিন।

ওয়াশিং মেশিনে পোশাক পরিষ্কার করতে চাইলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। সুতি পোশাক থেকে রঙ উঠবে না। পাশাপাশি পোশাকের রঙ অনেকদিন পর্যন্ত উজ্জ্বল থাকবে।

মেশিনে শুকাবেন না পোশাক।

কড়া রোদেও পোশাক শুকানো ঠিক নয়। ছায়া ও বাতাস আছে এমন স্থানে মেলে দিন সুতি পোশাক। রঙ উজ্জ্বল থাকবে অনেকদিন পর্যন্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোশাক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close