চায়ের কাপের দাগ দূর করবেন যেভাবে
চা কিংবা কফির কাপ সাদা হলে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। তবে সমস্যা হল নিয়মিত ব্যবহারের ফলে চা-কফির লালচে ছোপ দাগ লেগে থাকে কাপে।
প্রতিদিন ব্যবহারের ফলে কাপে দাগ এমনভাবে পড়ে যে ঘষামাজার পরও কিছুতেই সরানো যায় না সেই দাগ। তখন বাধ্য হয়েই সেই কাপ ফেলে দিতে হয়। তবে সহজ কিছু উপায়েই দূর করতে পারেন কাপের এই লালচে দাগ।
বাসন মাজার সাবান ভালো করে কাপে লাগিয়ে রাখুন। লিকুইড সোপ হলে সবচেয়ে ভালো। এবার তা অন্তত ২ ঘন্টা রেখে দিন। এবার স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।
কাপে এই লালচে ছোপ দূর করতে ভালো কাজ করে বেকিং সোডাও। স্পঞ্জে সোডা নিয়ে কাপে ভালো করে লাগিয়ে নিন। এবার ১ ঘন্টা রেখে ঘষে ধুয়ে ফেলুন।
আজকাল প্রায় অনেক বাড়িতেই আপেল সিডার ভিনেগার থাকে। হাফ কাপ গরম পানিতে দুই চামচ ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণে কাপ ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ধুয়ে নিলে দাগ চলে যাবে।
হাফ চামচ পাতিলেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা কাপে ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা পর ধুয়ে নিন হালকা গরম পানিতে। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে দাগ উঠে যায়।