reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০২৩

গরমে কলা কালো হওয়া রোধ করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

এই গরমে একদিনের মধ্যেই কলা হয়ে যাচ্ছে কালচে। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যাতে কলার কালচে হয়ে যাওয়া কিছু বেশি সময় পর্যন্ত রোখা সম্ভব।

কলার তাড়াতাড়ি কালচে হয়ে যাওয়া বা পেকে যাওয়ার কারণ ইথিলিন। সমতলে রাখলে ইথিলিন যৌগের প্রভাব বেশি হয়। ফলে অল্প সময়ের কালচে রং দেখা যায়। বাড়িতে রাখলেও কলা ঝুলিয়ে রাখুন।

কলা ঝুলিয়ে রাখার পর তার বৃন্তগুলো ফয়েল বা কোনো শুকনো সূতির কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে বাতাসের প্রভাব থেকে কিছুটা হলেও ফলটিকে বাঁচানো যাবে।

গরম বেশি থাকলে কলা ফ্রিজে রাখতে পারেন। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে এয়ারটাইট ব্যাগে রাখুন। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে।

অনেক সময় অন্যান্য ফলের সঙ্গে কলা রেখে দেয়া হয়। এর প্রভাবেও কলা তাড়াতাড়ি পেকে যেতে পারে বা কালচে রং দেখা যেতে পারে।

কালচে ভাব থেকে রক্ষা করতে কলা ভিনিগারে চুবিয়ে নিতে পারেন। হ্যাঁ, অদ্ভূত মনে হলেও এই পদ্ধতি কাজে দেয়। তবে খাওয়ার আগে কলাটি ভাল করে ধুয়ে নেবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গরম,কলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close