reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০২৩

রমজানেও থাকবেন সুস্থ, রইল টিপস

ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনে অনেকটাই পরিবর্তন আসে। রোজায় সারা বিশ্বের মুসলমানরা সাহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকবেন। কাজেই রমজানের জন্য আমোদের পূর্বপ্রস্তুতির প্রয়োজন। প্রথম পদক্ষেপ হিসেবে রমজানের প্রায় এক থেকে দুই সপ্তাহ আগে প্রতিদিনের খাবারের অংশ কমানোর চেষ্টা করুন।

নজর দিন স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার দিকে:

আমাদের অনেকেরই ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ, হাঁপানি রয়েছে। নিয়মিত ওষুধও খান এর জন্য। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারা ইনসুলিন নিয়ে থাকেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাদের ডোজ ও সময় ঠিক করে নিতে হবে।

অনেকেই প্লান করি রোজার মধ্যে ওজন কমানোর। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ওজন তো কমেইনি বরং বেড়ে গেছে। সে ক্ষেত্রে রোজা শুরুর আগে পুষ্টিবিদের কাছ থেকে খাদ্যতালিকা করিয়ে নিতে পারেন।

সতর্ক হতে হবে কিছু লক্ষণে:

ডিহাইড্রেশন ও হাইপোগ্লাইসেমিয়ার মতো জটিলতার লক্ষণ থাকলে রমজানের আগেই চিকিৎসকের দরজায় কড়া নাড়ুন। কিডনি বা ইলেকট্রোলাইটের সমস্যা থাকলে আগেই পরীক্ষা করান।

খেতে হবে সুষম খাবার:

অন্য সময়ের চেয়ে রমজানে সুষম খাবার খাওয়া বেশি জরুরি। আমরা সাহরি থেকে ইফতারি না খেয়ে থাকি। তাই এমন খাবার খাওয়া প্রয়োজন, যা অনেক প্রয়োজনীয় পুষ্টি দেবে। তাই পরিবারের সবার কথা মাথায় পুষ্টিকর ইফতারি ও সাহরির একটি তালিকা করে নিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রমজান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close