reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০২২

সময় কাজে লাগাবেন যেভাবে... 

ফাইল ছবি

সময় গেলে সাধন হবে না- এই কথার অর্থ আমরা সবাই জানি। সময়ের কাজ সময়ে না করলে পরবর্তী সময়ে হাজার আক্ষেপেও ফিরে আসে না সেই সময়। সময়ের সঠিক ব্যবহার না করলে জীবন এলোমেলো হয়ে যেতে পারে। কারণ অর্থসম্পদ ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে আনার উপায় নেই। জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস।

লক্ষ্য ঠিক করুন : কাজ শুরুর আগে লক্ষ্য ঠিক করা জরুরি। লক্ষ্য ধরে এগোতে থাকলে কাজে সাফল্য আসার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশেই।

অগ্রাধিকার ঠিক করুন : প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যায়। তবে এই মুহূর্তে কোন কাজটি বেশি জরুরি, সেটা ঠিক করতে হবে আপনাকেই। জমে থাকা কাজগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলুন। কম গুরুত্বপূর্ণ কাজ এবং বেশি গুরুত্বপূর্ণ কাজের লিস্ট করে সে অনুযায়ী কাজ শেষ করুন।

সময়সীমা বেধে নিন : নির্দিষ্ট কাজ কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন সেটা ঠিক করে ফেলুন শুরুতেই। এতে কাজে উদ্যম আসবে।

নিজেকে সময় দিতে ভুলবেন না : কাজ করতে করতে আবার রোবট হয়ে যাবেন না যেন! এতে ক্ষতি নিজেরই। দিনের মধ্যে কিছুক্ষণ বরাদ্দ কেবল নিজের জন্য। এ সময়টুকু পছন্দের কাজ যেমন বই পড়া, বাগানে কাজ করা, গান শোনা ইত্যাদি কাজে ব্যয় করুন। এতে নতুন করে কাজ করার এনার্জি ফিরে পাবেন। সূত্র : ইন্টারনেট

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সময়,নিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close