reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০২২

সুন্দর ত্বক ফিরে পেতে চাইলে

এই সময় রোদ, ঘাম আর ধুলোবালির কারণে ত্বক নষ্ট হয়ে যায়। এজন্য ত্বক সুন্দর রাখতে বাড়তি যত্ন নিতে হয়। ত্বক ভালো রাখতে ব্যবহার করতে পারেন আপনার রান্না ঘরে থাকা জিনিস দিয়ে।

ত্বক ভালো রাখতে যেসব উপাদান ব্যবহার করবেন :

১। আটা দুধ : দুচামচ আটা আর দুচামচ দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ঘাড়ে লাগিয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন। মিশ্রণ একটু শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন মুখ।

২। আটা গোলাপ জল : ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দুচামচ আটা, দুচামচ গোলাপ জল ও দুই চামচ দুধ একসঙ্গে মিশিয়ে নিন। অর্ধতরল মিশ্রণটি মুখ, গলা ঘাড়ে লাগিয়ে অপেক্ষা করুন। মিশ্রণটি শুকিয়ে এলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মুখের ময়লা সাফ করতে, রোদে পোড়া ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে ত্বক সজীব করতে এই মিশ্রণটি অত্যন্ত উপযোগী।

৩। আটা, মধু দই : রোদে পোড়া ত্বক স্বাভাবিক করতে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করতে এই মিশ্রণটি বেশ কার্যকর। দুচামচ আটা, দুচামচ টক দই এক চামচ মধু মিশিয়ে, মিশ্রণটি মুখোশের মতো করে মুখ, গলা ঘাড়ে লাগিয়ে রাখতে হবে। মিশ্রনটি ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললেই ত্বক হবে সুন্দর ও মসৃন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্বক,আটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close