reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২২

কোভিডের প্রভাবে হ্রাস পায় শ্রবণশক্তি

করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও নতুন কিছু শারীরিক উপসর্গ দেখা দেয়। এবং এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশেষজ্ঞরা এসব লক্ষণকেলং কোভিড বলে চিহ্নিত করেছেন।

সাম্প্রতিক কালের একটি গবেষণা বলছে, করোনা পজিটিভ থাকা অবস্থায় কিংবা পরবর্তী সময়ে সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথার মতো শারীরিক উপসর্গগুলির পাশাপাশি অনেকেই শ্রবণশক্তিও হারিয়ে ফেলছেন কেউ কেউ। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণা বলছে, কোভিড আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি শ্রবণশক্তি হ্রাসের মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন। ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে এই কান সংক্রান্ত সমস্যায় নাজেহাল হচ্ছেন। তবে কোভিডের নবতম রূপ ওমিক্রন আক্রান্তদের মধ্যে এই উপসর্গটি এখনও পর্যন্ত দেখা যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রবণশক্তি,কোভিড,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close