reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২২

করোনা আক্রান্ত হওয়ার ৬ মাস পরও উপসর্গ থাকে : গবেষণা

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ৬ মাস পরও আক্রান্ত ব্যক্তির দেহে করোনা পরবর্তী নানা উপসর্গ দেখা দেয়। সাধারণত ৭০ শতাংশ মানুষের শরীরে এই উপসর্গ দেখা দেয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আইইডিসিআরের ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গবেষণায় বলা হয়, করোনা আক্রান্ত হওয়ার তিন মাস পর ৭৮ শতাংশ এবং এক বছর পরও থেকে যায় ৪৫ শতাংশ মানুষের মধ্যে।

উচ্চ রক্তচাপ ডায়াবেটিসসহ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের করোনা পরবর্তী উপসর্গের আশঙ্কা আরও দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি থাকে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অনেক কোভিড-১৯ রোগী সংক্রমণ পরবর্তী সময়ে বিভিন্ন উপসর্গে ভুগে থাকেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোভিড-১৯ পরবর্তী উপসর্গ (পোস্ট কোভিড কন্ডিশন) নামে অভিহিত করেছে।

গবেষণার প্রাথমিক তথ্য পর্যালোচনা করে দেখা যায়, উপসর্গযুক্ত কোভিড-১৯ রোগীদের উপসর্গ দেখা দেওয়ার মাস, মাস, মাস ১২ মাস অতিক্রান্ত হওয়ার পর যথাক্রমে ৭৮ শতাংশ, ৭০ শতাংশ, ৬৮ শতাংশ ৪৫ শতাংশের দেহে কোভিড-১৯ পরবর্তী উপসর্গ দেখা গেছে।

বাংলাদেশে কোভিড-১৯ বিশ্ব মহামারির শুরু থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আইইডিসিআর বিভিন্ন রোগতাত্ত্বিক বিশ্লেষণ, মহামারি তদন্ত গবেষণা পরিচালনা করে আসছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গবেষণা,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close