reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২২

ত্বকের বলিরেখা দূর করবে নারকেল তেল

অনেকের কম বয়সে ত্বকে বলিরেখা দেখা দেয়। ত্বকে বলিরেখা দেয় সাধারণত দৈনন্দিন কাজের অনিয়মের জন্য। নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এবং ত্বকের যত্ন নিলে ত্বকে বলিরেখা পড়ে না। আর যদি ত্বকে বলিরেখা পড়েই যায় তা দূর করতে সাহায্য করে নারকেল তেল।

১) ত্বকে নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বক থাকবে সতেজ ও সজীব। সাধারণ ক্রিমের পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই ত্বক পরিষ্কার করে নারকেল তেল ব্যবহার করুন।

২) মেক আপ তোলার সময়েও লোশন কিংবা গোলাপ জলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। তুলা কিংবা টিস্যুর মধ্যে সামান্য নারকেল তেল নিয়ে, তা দিয়ে মুখ মুছে নিন। তাড়াতাড়ি মেক আপ উঠবে, ত্বকও পুষ্টি পাবে।

৩) গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে ফেশিয়াল মিস্ট বানিয়ে নিতে পারেন। মুখ ধোয়ার পর আলতো ভাবে মেখে নিতে পারেন এই মিস্ট। এতেও ত্বকের বলিরেখা দূর হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারকেল তেল,ত্বক,বলিরেখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close