reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২১

হার্ট অ্যাটাকের আগাম লক্ষণ

যারা আগে থেকেই হার্টের রোগী তাদের জন্য করোনার সময়টা আরও বেশি ভয়াবহ মনে হতে পারে। করোনাকালীন অনেক হাসপাতাল হার্টের রোগীদের চিকিৎসা বন্ধ রাখায় এই সমস্যা আরও তীব্র হয়েছে।

যেসব লক্ষণ জানিয়ে দিচ্ছে আপনি হার্টের সমস্যায় ভুগছেন:

বুক : বুকে ব্যথা, অস্বস্তি, চাপচাপ লাগা এসব লক্ষণ জানিয়ে দিচ্ছে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন।

পিঠ : বুকে ব্যথার পাশাপাশি পিঠেও ব্যথা হতে পারে। বিশেষ করে নারীদের পিঠে ব্যথা হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, পুরুষের তুলনায় নারীর হার্ট অ্যাটাকের সময় বেশি পিঠে ব্যথা হয়।

মাড়ি : হার্ট অ্যাটাকের আরেকটি লক্ষণ হলো মাড়িতে ব্যথা। এই লক্ষণও নারীদের বেশি দেখা দেয়। মাড়ির সঙ্গে বুকে ব্যথা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

ঘাড়ে ব্যথা : বুকের পাশাপাশি ঘাড়েও অস্বস্তি কিংবা ব্যথা হতে পারে।

কাঁধ : ঘাড়, মাড়ি হয়ে কাঁধে ব্যথা নামলে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক হওয়ার দিকেই এগোচ্ছে। এসব বিষয় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাঁ হাত : হার্ট অ্যাটাক হলে বাঁ-হাতে ব্যথা হতে পারে।

হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ওষুধ কিংবা অন্য কোন উপায়ে সুস্থ্য হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হার্ট অ্যাটাক,হার্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close