reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২১

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে করণীয়

বেশির ভাগ ফ্রিজ এখন ফ্রস্ট ফ্রি। কিন্তু তারপরও অনেকের ফ্রিজে অতিরিক্ত বরফ জমে। এ কারণে ফ্রিজ থেকে কোন কিছু বের করলে বরফ ছাড়াতে অনেক সময় লাগে। কিন্তু সামান্য কিছু বিষয় খেয়াল করলে সহজে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন।

১. ফ্রিজের থার্মোস্ট্যাটের দিকে খেয়াল রাখুন। অনেক সময় ফ্রিজে এত জিনিস রাখা থাকে যে কিছুতেই পিছনের দিকে থাকা থার্মোস্ট্যাটে চোখ যায় না। কিন্তু সেটা ০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে কি না সেটা সপ্তাহে অন্তত একদিন করে দেখে নিতে হবে। তার চেয়ে কম হয়ে গেলেই বেশি বরফ জমে।

২. খুব গরম খাবার ফ্রিজে রাখলে সেটি ঠান্ডা করতে ফ্রিজ বেশি কাজ করে। তখনই বেশি বরফ তৈরি হয়। তাই রান্না করার পর কিছুক্ষণ খাবারটা বাইরে রাখতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই খাবার ফ্রিজে ঢোকাবেন।

৩. ফ্রিজ দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না। অন্তত এক ফুট জায়গা ছেড়ে তারপর বসান। পিছনের কয়েল ঠান্ডা হতে দিতে হবে। না হলে ফ্রিজে বেশি বরফ জমবে।

৪. গ্যাসের পাশে বা কোনও হিটারের পাশে ফ্রিজ রাখবেন না। খুব বেশি গরম জিনিসের পাশে ফ্রিজ রাখলেও ঠান্ডা করতে বেশি বরফ জমে ফ্রিজারে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্রিজ,বরফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close