reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২১

রোজগার কমলে মানসিক সমস্যা দেখা দেয় : গবেষণা

হঠাৎ করেই রোজগার কমে গেলে প্রভাব পড়তে পারে মস্তিষ্কে। সম্প্রতি একটি গবেষণায় বিজ্ঞানীরা এ ধরনের ফলাফল দেখেছেন। ২৫ শতাংশের বেতন কমে গেলে মাথায় পাগলামির লক্ষণ দেখা দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

আর্থিক মন্দার বাজারে যেভাবে বিভিন্ন কোম্পানি কর্মী ছাঁটাই করছে, তার পরিপ্রেক্ষিতে এই গবেষণার ফল বেশ ভীতিপ্রদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০০০-২০১০ সালের মধ্যে বিশ্বজুড়ে নেমে এসেছিল প্রবল আর্থিক মন্দা। সেই সময় সারাবিশ্বেই মন্দার শিকার হয় বহু মানুষ। সেই সময় আর্থিক মন্দার শিকার হয়েছিলেন এ রকম ৭০৭ জনের ওপর গবেষণা চালান বিজ্ঞানীরা।

বেতন কমেছে আর বেতন কমেনি এরকম দুই দল মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। দেখা যায়, বেতন কমে যাওয়া মানুষরা সুস্থভাবে কাজ করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন।

বেতন কমে যাওয়ার ফলে পড়ে গেছে পারফমেন্স লেভেলও। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষমতা কমে গেছে তাদের। এমনকি তাদের এমআরআই করে দেখা গেছে যে, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগও কমে গেছে বেতন কমে যাওয়ার ফলে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গবেষণা,মানসিক সমস্যা,রোজগার,করোনাভাইরাস,লকডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close