অনলাইন ডেস্ক

  ১৯ জুন, ২০২০

নতুন চালে মজার পায়েস

নতুন ধানের গন্ধ, কিষাণীর চোখেমুখে হাসি। নতুন ধানের যে সুগন্ধী চাল, তা থেকে যে পায়েস হয়, সেটা বাঙালির দারুণ এক ঐতিহ্যও বটে। তবে আজকাল অনেকেই পায়েস তৈরিতে পটু। চাইলে আপনিও করতে পারেন। কীভাবে? জেনে নেয়া যাক-

উপকরণঃ

দুধ ১ লিটার, সরু চাল ১০০ গ্রাম, দারচিনি ১ ইঞ্চি, এলাচ ৩টি, তেজপাতা ২টি, চিনি স্বাদমতো, বাদাম, লবণ সামান্য।

প্রস্তুত প্রণালীঃ

দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। এক লিটার দুধের জন্য ১০০ গ্রাম পোলওয়ের চাল নিতে হবে। চালটা ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন ফুটতে থাকে, তখন চাল ও লবণ দুধের মধ্যে দিয়ে দিতে হয়। এরপর চাল ভাল করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাঁড়ির তলায়ে লেগে পুড়ে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে ভাল করে ঘুটে নিতে হবে যেন চাল গুলো আধাভাঙ্গা হয়। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পায়েস,চাল,নতুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close