মাহমুদ আহমদ

  ২২ মে, ২০১৯

দোয়া গ্রহণের সর্বোত্তম মাস

মহান আল্লাহ তায়ালা সব সময়ই অপেক্ষায় থাকেন বান্দার দোয়া গ্রহণের জন্য, বিশেষ করে রমজানে তিনি অধির আগ্রহে থাকেন তার বান্দা যেন তার দিকে ফিরে আসে। আজ আমরা রমজানের ষোলোতম দিন অতিবাহিত করছি। কোরআনে আল্লাহ তায়ালা বলেন ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু যারা আমার ইবাদত সম্বন্ধে অহংকার করে তারা নিশ্চয় লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে’ (সুরা মোমেন, আয়াত: ৬০)।

আল্লাহ তায়ালা আরো বলেন, ‘আর যা কিছু তোমরা তার কাছে চেয়েছ তিনি তোমাদের সব দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নেয়ামতসমূহ গণনা করতে চাও তাহলে তোমরা সেগুলোর সংখ্যা নিরূপণ করতে পারবে না’ (সুরা ইব্রাহিম, আয়াত : ৩৪)।

এই আয়াতদ্বয় থেকে স্পষ্ট প্রমাণ হয়, মহান আল্লাহ তায়ালা তার বান্দার দোয়া গ্রহণ করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন, কখন তার বান্দা তাকে ডাকবে আর তিনি তা গ্রহণ করবেন এবং তার দুঃখ কষ্ট দূর করবেন। তিনি সবার খুবই নিকটে রয়েছেন, যেভাবে কোরআনে উল্লেখ রয়েছে ‘আর যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, তখন বল, আমি নিকটে আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে আমার নিকট প্রার্থনা করে। সুতরাং তারা যেন আমার ডাকে সারা দেয় এবং আমার ওপর ঈমান আনে যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়’ (সুরা বাকারা, আয়াত : ১৮৬)।

এ আয়াত থেকে যে বিষয়টি অনুধাবন করা যায়, তাহলো তিনি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। আমরা যদি প্রকৃতভাবে তাকে ডাকি তাহলে অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। তিনি তো সেই জীবিত খোদা যেই খোদা পূর্বে কথা বলতেন আর এখনো বলেন কিন্তু তার সঙ্গে কথা বলার জন্য শুধু প্রয়োজন পবিত্রাত্মার। তাই দোয়া কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে আত্মাকে পবিত্র করা আর এই রমজানের রোজা আত্মা পবিত্র করার সর্বোত্তম মাধ্যম।

মহানবী (সা.) এর সব কিছুই ছিল আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য। তাইতো তিনি (সা.) সব সময় আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকতেন। তার (সা.) দোয়ার বরকতে লাখ লাখ আধ্যাত্মিকভাবে মৃতরা জীবন ফিরে পেয়েছে, আধ্যাত্মিক অন্ধরা দৃষ্টি ফিরে পেয়েছে, বোবাদের মুখে ঐশী তত্ত্ব-জ্ঞান ফুটেছে এবং বংশ পরম্পরায় পথভ্রষ্টরা ঐশী রং ধারণ করার যোগ্য হয়েছে। আমরা যদি প্রকৃতভাবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হই যিনি আমাদের কেবলমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাহলে তিনি অবশ্যই আমাদের ডাকেও সাড়া দেবেন।

আল্লাহ তায়ালা দোয়া কবুল করবেন এবং করার ক্ষমতা রাখেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে এবং আল্লাহর রহমত হতে নিরাশ হওয়ার অবকাশ নেই। দোয়া করার পূর্বে নিজ শরীর, কাপড়-চোপড় এবং পরিবেশ পবিত্রতার প্রতিও লক্ষ্য রাখা প্রয়োজন। কেননা আল্লাহ তায়ালা পবিত্র, তাই তিনি পবিত্রতাকেই বেশি পছন্দ করেন।

দোয়ার জন্য এক নীরব নিস্তব্ধ কোলাহলমুক্ত পরিবেশ বেছে নেয়া দরকার যাতে দোয়ার মাঝে পূর্ণ একাগ্রতা সৃষ্টি হয়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দোয়া,রমজান মাস,দোয়ার মাস,প্রার্থনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close