মোহাম্মদ আসাদুল্লাহ

  ১৪ ডিসেম্বর, ২০২২

জীবন ও  তথ্যপ্রবাহ 

১৯৭১ সনের শরনার্থী -অন্তর্জাল

জীবন আগের চেয়ে ক্রমশ খারাপ হচ্ছে, মানুষের এই বিশ্বাসের পেছনে প্রাথমিক কারণ হলো যে, পৃথিবীর সমস্যাগুলো সম্পর্কে তথ্যের প্রবাহ ক্রমাগতভাবে উন্নত হয়েছে। আজকের দিনে পৃথিবীর যে কোনো জায়গাতেই কোনো যুদ্ধ সংঘটিত হোক না কেন, আমরা এমনভাবে সেটির অভিজ্ঞতা লাভ করি, যেনো আমরা সেখানেই উপস্থিত ছিলাম বা আছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গেলেও জনসাধারণ সেটিকে দেখতে পেত মুভি থিয়েটারের নিউজরিল হিসেবে, যুদ্ধ শেষ হয়ে যাবার অনেক সপ্তাহ পরে।

প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কেবল কিছুসংখ্যক অভিজাত মানুষ খবরের কাগজ হতে সংঘর্ষ বা সংঘর্ষের অগ্রগতি সম্পর্কে জানতে পারত (তাও ছবি ছাড়া)।

ঊনবিংশ শতাব্দীতে নিয়মিতভাবে সংবাদে প্রবেশাধিকার কারো জন্যেই ছিল না।

অনুবাদ

মূল লেখক : রে কুর্জওয়েই (Ray Kurzwei)

বইয়ের নাম : হাউ টু ক্রিয়েট অ্যা মাইন্ড (How to Create a Mind)

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জীবন ও  তথ্যপ্রবাহ,দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close