রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২৮ আগস্ট, ২০২১

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ঈদগাঁহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্রনাথ সরকারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী মৃত্যুবরণ করেন (ইন্না----রাজিউন)।

পিডিএসও/রি.

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন,রুহিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close