reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২১

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভূঁইয়া আর নেই

নরসিংদীর রায়পুরায় বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার বাদ জোহর উপজেলার মুছাপুরে বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজ মাঠে আলতাফ হোসেনের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে সামাজিক করবস্থানে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমানে নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা।

এর আগে জানাযা নামাজে রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রতিষ্ঠা সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, প্রিন্সিপাল আব্দুল লতিফ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুব সংঘের উপদেষ্টা সানা উল্লাহ ভূঁইয়া, আব্দুল হাই রানা, সভাপতি সুমন আহমেদ, সহসভাপতি আল আমিন অংশগ্রহণ করেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বীর মুক্তিযোদ্ধা,আর নেই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close