reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৫

মাদক মামলায় সম্রাটের বিচার শুরু

ফাইল ছবি

অস্ত্র মামলায় বিচার শুরুর আদেশের দুই দিন পর এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রাজধানীর রমনা থানায় করা মাদক মামলাটিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পাশাপাশি তার জামিন বাতিন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালীন ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে আটক করা হয়। পরে ঢাকায় এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

ওইদিন বেলা ২টার দিকে র‌্যাবের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় তার কার্যালয় অবৈধ পশুর চামড়া পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরদিন র‌্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন। সম্রাটকে কারাগারে নেওয়া হয়।

দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিন পান। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আর আদালতে হাজির হননি।

সম্রাট কারাগারে থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় এখনো অভিযোগ গঠন করা হয়নি।

তবে অস্ত্র আইনের মামলায় গত মঙ্গলবার সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুবলীগ,ক্যাসিনো সম্রাট,মাদক মামলা,বিচার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close