জাতিসংঘের মানবাধিকার সংস্থা ট্রাইব্যুনালের বিচারে অংশ নিতে পারবে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশোধনী অনুযায়ী, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা যাবে।
সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে রবিবার রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল।
আজ দুপুরে চিফ প্রসিকিউটর অফিস থেকে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ নিয়ে একটি অফিশিয়াল প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
সংশোধিত আইন অনুযায়ী, কোনো আদেশের বিরুদ্ধে আপিল করলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে আপিল বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নতুন সংশোধনীতে গুমের অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে।