reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০২৪

গণহত্যা মামলা

যাত্রাবাড়ী থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

ফাইল ছবি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন রয়েছেন। গ্রেপ্তারের স্বার্থে অন্য তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। আগামী ১২ ডিসেম্বর তাদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাত্রাবাড়ী থানা,ওসি তদন্ত,জাকির হোসেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close