বিচার চেয়ে হত্যাকারী সেই পুলিশের পক্ষ ত্যাগ আইনজীবীর
ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কারাগারে থাকা আসামি আশুলিয়া-সাভার রেঞ্জের সাবেক এএসপি শহিদুল ইসলামের পক্ষে ওকালতি না করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী সুব্রত মন্ডল।
রবিবার (৩ নভেম্বর) গণমাধ্যমে এ বিষয়ে পাঠানো এক বার্তা এ কথা জানান তিনি।
এতে আইনজীবী সুব্রত মন্ডল বলেন, আমি সুব্রত মন্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। সবার অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৩১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এএসপি শহিদুল ইসলামের মামলা সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেই। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত প্রেস কনফারেন্সে প্রশ্ন উত্তর দেওয়ার আগে এই মামলা সংক্রান্ত কোনো কাগজ আমি হাতে পাইনি। যার দরুণ আমি অবগত ছিলাম না যে এই শহিদুল ইসলামই মানবতাবিরোধী, জাতিবিরোধী আমাদের শত শত সন্তানদের হত্যাকারী।
এই আইনজীবী আরও বলেন, পরবর্তীতে মামলার কাগজ পড়ে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হয়ে নীতিগত জায়গা থেকে এই মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছি আমি। যার পরিপ্রেক্ষিতে, এই মামলায় আসামিপক্ষে উকালতনামা দাখিল করিনি।
সবশেষে তিনি বলেন, আমি আমার শত শত ভাই-বোনদের হত্যার বিচার দাবি করছি।
এর আগে, ৩০ অক্টোবর রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, গ্রেপ্তার আতঙ্কে এতদিন গা ঢাকা দিয়েছিলেন শহিদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
পিডিএস/এমএইউ