আ.লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি সহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে মামলা করা হয়েছে।
এই বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনার জন্য আবেদন জানানো হয়েছে মামলায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সহ তিনজন আবেদনকারী হয়ে রিটটি দাখিল করেছেন। অন্য দুজন হলেন মো. আবুল হাসনাত এবং মো. হাসিবুল ইসলাম।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা সম্পর্কিত একটি আলাদা রিটও করেছেন তারা। রিটের ওপর আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে।
১১টি দলের বিষয়ে দাখিলকৃত রিটে জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিষ্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশকে উদ্দেষ্য করে থাকলে।
রিটের প্রার্থনায় দেখা যায়, নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে রিটে।
দুটি রিট করার কথা জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
পিডিএস/এমএইউ