অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থী শাকিব হত্যা
অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো অভিযোগ
গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী শাকিব হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮টি অভিযোগ দায়ের করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে।
এর আগে ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর পাঁচটি অভিযোগ দায়ের করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে চালানো হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক শেখ হাসিনাসহ ২২৭ আসামির বিরুদ্ধে আরো ৫ অভিযোগ দায়ের হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন