reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থি কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট।

বিজ্ঞপ্তি অনুসারে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থি কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে। এটি অমান্য করলে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগকারী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করছেন। যা চাকরি শৃঙ্খলা, বিধিমালার পরিপন্থি, অসদাচরণের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচারকরা সতর্ক না হলে, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালাসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সামাজিক যোগাযোগমাধ্যম,সুপ্রিম কোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close