ছাত্রদের ফ্রি আইনি সেবাতে নজির রাখলেন আল মামুন রাসেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক আন্দোলনের শুরু থেকে অন্যান্য পেশাজীবিদের পাশাপাশি ছাত্রদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন লিগ্যাল সলিউশন চেম্বার (এলএসসি)। এই চেম্বারের প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী আল মামুন রাসেল।
এই পর্যন্ত ঢাকা শহরে ৫০টি থানায় ১৫ই জুলাই এর সংঘর্ষ এর পর ২৩৫ টি মামলা হয়েছে এবং প্রায় ১০ হাজার গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী ছাত্ররা বেশি। এতে ছাত্ররা দিশেহারা হয়ে পড়ে, তখন আল মামুন রাসেল ও তার ১২ সদস্য টিম বিনা খরচে ছাত্রদের সহযোগিতায় এগিয়ে আসে।
এই বিষয়ে আল মামুন রাসেল বলেন, ছাত্ররা দেশ সংস্কারে নেমেছে, আমাদের দায়িত্ব হলো এই নিরিহ ছাত্রদের পাশে দাঁড়ানো। ওরা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা এই পর্যন্ত এইচএসসি পরিক্ষার্থীসহ প্রায় শতাধিক ছাত্রদের বিনা খরচে আইনি সেবা দিয়েছি।