reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০২৪

সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

ছবি : সংগৃহীত

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।একই মামলায় অপর দুই আসামি রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম (৩৫) ও তার সহযোগী মো. ইউনুছকে (৩৮) মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মামলার আপিল ও ডেথ রেফারেন্সের এই রায় ঘোষণা করেন।

রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত জহিরুল ইসলাম ও ইউনুসের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদেরকে অতিরিক্ত একবছর করে সাজা খাটতে হবে।

আসামিদের মধ্যে ইউনুস পলাতক রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়াল কিলার রসু খাঁ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close