reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২৩

সাধারণ ব্যক্তির বিরুদ্ধে দুদকের ২৭ ধারায় মামলা চলতে পারে না : হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৭(১) ধারায় সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়া সাধারণ কোনো ব্যক্তির (প্রাইভেট পার্সন) বিরুদ্ধে মামলা চলতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত না থাকলে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে দুর্নীতি করা সম্ভব না।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহের মমতাজ বেগম নামে এক গৃহিণীর সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করে রবিবার (১৯ নভেম্বরে) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। আদালত রায়ে মোমতাজ বেগমকে তিন বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম বায়েজিদ।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের গৃহিণী মোমতাজ বেগমকে তিন বছরের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-১। দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় সাজার পাশাপাশি তাকে জরিমানা করা হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মোমতাজ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট,দুদক,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close