reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০২৩

সুপ্রিম কোর্ট বারের আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন

স্মার্ট আইনজীবী সমিতি গড়ার লক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সমিতির ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। এ সময় আইনজীবী সমিতির ভবন নির্দেশিকাও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওকালতনামা প্রতিদিন বিক্রির মাসিক বাঁধাই করা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আধুনিক ওয়েবসাইট ও সফটওয়্যার উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান।

সুপ্রিম কোর্ট বার সম্পাদক আবদুন নূর দুলাল জানান, এই ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বাৎসরিক চাঁদা অনলাইনে বিকাশ ও সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। এই ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহার করে সমিতির সদস্যরা নিজ নিজ বেনিভোলেট ফান্ড এবং কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ডের সর্বশেষ আপডেট মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে দেখতে পারবেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট বার,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি,ওয়েবসাইট উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close