reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২২

ইভ্যালির শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রতারণার অভিযোগে ঢাকার একটি আদালত এ পরোয়ানা জারি করেন। গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব নেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইভ্যালি,শামীমা নাসরিন,ই-কমার্স,গ্রেপ্তারি পরোনায়া,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close