reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২২

অস্ত্র মামলা

জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন

রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে তার সাত দেহরক্ষীকেও একই সাজা দেওয়া হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন—জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী জাহিদুল ইসালাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন ও মুরাদ হোসেন।

এর আগে সকালে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ত্র মামলা,যাবজ্জীবন,জি কে শামীম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close