reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০২২

জামিন পেলেন তরুণী হেনস্থায় অভিযুক্ত সেই নারী

ছবি : সংগৃহীত

নরসিংদী রেলস্টেশনে তরুনীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত নারী মার্জিয়া আক্তার ওরফে শিলা ওরফে সায়মাকে (৬০) জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের জাকিরের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন। গত ৩০ মে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযুক্ত মার্জিয়া পেশায় একজন ঘটক ও নরসিংদী শহরের উপজেলা মোড়ের একটি বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী।

গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও শর্ট টপ। এ পোশাকে দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে বাজে মন্তব্য করেন। পরে আরও কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করেন।

ভুক্তভোগী ওই তরুণী তখন দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর অনুরোধ করেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,রেলস্টেশন,তরুণী হেনস্থা,জামিন,মার্জিয়া আক্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close