reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

বড় ভাইয়ের দাফনে প্যারোলে মুক্ত হাজী সেলিম

ভাইয়ের জানাজায় অংশ নিতে সংসদ সদস্য হাজী সেলিম শুক্রবার দুপুরে প্যারোলে মুক্তি পান । ছবি : সংগৃহীত

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য কারাবন্দি হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ভাইয়ের জানাজা, দাফন-কাফনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজী সেলিম। এর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে হাজী কায়েস তার শ্যামলীর নিজ বাসায় মারা যান। এর পরপরই প্যারোলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য হাজী মো. সেলিম জুমার নামাজের পর প্যারোলে মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। তার ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিনি আবেদন করেছিলেন।

গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

একদিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতাজনিত কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজী সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বড় ভাইয,দাফন,প্যারোলে মুক্ত,হাজী সেলিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close