reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুন, ২০২২

পা হারানো কবিরকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেনের পাশে তার স্ত্রী খাদিজা। ছবি : সংগৃহীত

পা হারানো কবির হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সম্প্রতি কবির রাজধানীর সদরঘাটে লঞ্চ ও পন্টুনের চাপায় পা হারান।

বুধবার (১৫ জুন) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। আদেশের বিষয়টি তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

রুলে নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও পূবালী-১২ লঞ্চের মালিক আলী আজগর খালাসীসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ৮ জুন সদরঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে পা হারানো খিলগাঁওয়ের কবিরকে চিকিৎসা ও মানসিক ক্ষতি বাবদ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্টের রুল,ক্ষতিপূরণ,পা হারানো কবির,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close