অনলাইন ডেস্ক

  ২৩ মে, ২০২২

জায়েদ-নিপুণের আবেদন শুনানি আবার পেছাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ আক্তারের ও জায়েদ খানের করা আবেদন শুনানি পিছিয়ে ৫ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ দু’পক্ষের আবেদন শুনানির নতুন দিন ঠিক করেন।

এর আগে গত ২৫ এপ্রিল আপিল বিভাগ আবেদনগুলোর শুনানি ২৩ মে পর্যন্ত মুলতবি করেন। সোমবার বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতকক্ষে নিপুণ ও জায়েদ উপস্থিত ছিলেন।

আদালতে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া। চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। নিপুণ ফলাফল প্রত্যাখ্যান করায় বিষয়টি আদালতে গড়ায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জায়েদ-নিপুণ,অভিনেতা জায়েদ,অভিনেত্রী নিপুণ আক্তার,সুপ্রিম কোর্ট,আদালত,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close