
২২ মে, ২০২২
জামিন, উন্নত চিকিৎসা ও ডিভিশনের আবেদন হাজী সেলিমের
দুর্নীতির মামলায় জামিনের আবেদন করেছেন ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম। একই সঙ্গে উন্নত চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদনও করেছেন তিনি।
হাজী সেলিমের হয়ে এসব আবেদন করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী প্রাণ নাথ।
দুর্নীতির মামলায় দণ্ডিত হাজী সেলিম রবিবার (২২ মে) বিচারিক আদালতে আত্মসমর্পণ করছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও করবেন তিনি।
হাজী সেলিমের আরেক আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২টার দিকে হাজী সেলিম আত্মসমর্পণের জন্য আদালতে যাবেন।
আদালতে আত্মসমর্পণ করার পর জামিন বাতিল হলে হাজী সেলিমকে কারাগারে যেতে হবে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ডিভিশনের আবেদন করেছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন