reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২২

সম্রাটের জামিন অবৈধ, আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ মে) সম্রাটের জামিনের বিষয়ে হাইকোর্ট জানান, আইন মেনে সম্রাটের জামিন দেননি নিম্ন আদালত।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নিম্ন আদালত পুরোনো মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সম্রাটের জামিন মঞ্জুর করেছেন যা মেনে নেননি হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে সম্রাটকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে সোমবার সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

দুদকের করা মামলায় গেল বুধবার জামিন পান সম্রাট। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার জামিনের কাগজপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরপরই সম্রাটের কেবিনের সামনে থেকে কারারক্ষীদের সরিয়ে নেয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট,জামিন বাতিল,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close