reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০২২

জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলার রায়ে প্রধান আসামি ফয়জুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে দেওয়া হয়েছে ৪ বছরের কারাদণ্ড।

সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায়ে চারজনকে খালাস দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের বিশেষ সহকারী আইনজীবী মমিনুর রহমান টিটু জানান, ৪ বছর কারাদণ্ড পেয়েছেন প্রধান আসামি ফয়জুলের বন্ধু সোহাগ। বিচারক খালাস দিয়েছেন ফয়জুলের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসানকে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান ছুরি দিয়ে জাফর ইকবালের মাথা ও ঘাড়ে উপর্যপুরি আঘাত করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাবজ্জীবন,জাফর ইকবালকে হত্যাচেষ্টা,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close