আদালত প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড বিএনপির সাবেক এমপির

মৃত্যুদণ্ডের সাজা পেলেন বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকা

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় খোকার বিরুদ্ধে শুনানি শেষ করা হয়।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে।

খোকার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আব্দুল মোমিন তালুকদার খোকা,মৃত্যুদণ্ড,মানবতাবিরোধী অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close