নিজস্ব প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০২১

হত্যা-গণহত্যার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

ফাইল ছবি

৭১ সালে হত্যা, গণহত্যা ও পাশবিক নির্যাতনের অভিযোগে ময়মনসিংহ জেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

তিনি আরো জানান, গত ১৯ অক্টোবর তদন্ত সংস্থা প্রসিকিউশনে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা আদালতের কাছে ওয়ারেন্ট জারির আবেদন করি শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। গ্রেপ্তারের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে এ আসামিদের বিরুদ্ধে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হত্যা,গণহত্যা,নির্যাতন,মানবতাবিরোধী,ট্রাইব্যুনাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close