reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০২১

তাসনিম-সামিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ সাইবার ট্রাইব্যুনালের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খানসহ চারজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামি হলেন—আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আজ ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বলেন, সোমবার বিচারক চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেন। ক্রোক-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আদালত আদেশে ঢাকার সেনানিবাস, সিলেটের বিশ্বনাথ, চাঁদপুর ও নোয়াখালীর চাটখিল—এই চার থানার ওসিকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

গত ১৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক আফছার আহমেদ এ চার্জশিট দাখিল করেন। পরে ১২ সেপ্টেম্বর বিচারক আস শামছ জগলুল হোসেনের আদালত চার্জশিট গ্রহণ করেন।

সাত আসামির মধ্যে তিনজন জামিনে আছেন—আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। বাকি চার আসামিকে পলাতক দেখানো হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির পিতা, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়। গত বছরের মে মাসে রমনা থানায় ওই ১১ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদালত,ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা,তাসনিম খলিল,সামিউল ইসলাম খান,সাইবার ট্রাইব্যুনাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close