কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২১

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় সদর সাব-রেজিস্টার নুর মহম্মদ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেসঙ্গে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ রায় দেন।

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামের সাইদুল ইসলাম (৩৭), বানিয়াপাড়া গ্রামের মশিউল আলম ওরফে বাবুল ওরফে বাবলু (৪০) খোকসা উপজেলার মঠপাড়া গ্রামের নিহত সাব-রেজিস্টারের অফিস পিয়ন ফারুক হোসেন (৩৮) ও কুষ্টিয়া হাউজিং এস্টেটের বাসিন্দা কামাল হোসেন (৪০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন ওরফে ডাবলু।

জানা গেছে, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের বাবুর আলী গেট এলাকার বাসিন্দা হানিফ আলীর চারতলা ভবনের ৩য় তলায় ভাড়া বাসা থেকে পুলিশ হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,কুষ্টিয়া,হত্যা মামলা,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close