reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২১

সোহরাওয়ার্দী উদ্যান

গাছ কাটা নিয়ে ‘আদালত অবমাননার’ অভিযোগ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধে সরকারকে উকিল নোটিস পাঠানোর পর এবার ‘আদালত অবমাননার’ অভিযোগ করা হয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

আদালতের রায় উপেক্ষা করে উদ্যানের গাছ কাটায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শামিম আকতার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না—সেই প্রশ্নে রুল চাওয়া হয়েছে ওই আবেদনে।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল চাওয়ার পাশাপাশি উদ্যানের গাছ কাটা বন্ধ করা, রেস্তোরাঁ নির্মাণ কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি কোন প্রকল্পের অধীনে সরকার উদ্যানে কী কী কাজ করছে—তার বিস্তারিত একটি প্রতিবেদন হলফনামা করে আদালতে দাখিলের নির্দেশনা চেয়েছেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদালত,গাছ কাটা,সোহরাওয়ার্দী উদ্যান,আদালত অবমাননা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close