reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২১

লকডাউনে চলবে হাইকোর্টের ৪ ভার্চুয়াল বেঞ্চ

ফাইল ছবি

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াই সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের মধ্যে নিয়মিত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালত বসবেন না।

তবে হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে মঙ্গল ও বৃহস্পতিবার একটি আদালত বসবেন।

অন্যদিকে, লকডাউনের মধ্যে প্রত্যেক জেলা ও মহানগরের বিচারিক আদালত বন্ধ থাকবে। তবে জেলায় একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন, যেখানে জামিন ও অন্যান্য বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট,ভার্চুয়াল বেঞ্চ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close