reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০২১

অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস ধরে কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালত বলেছেন, কিশোর যেহেতু দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং মামলাটিতে যেহেতু পুনঃতদন্ত চলছে, সে কারণে তাকে ছয় মাসের জামিন দেয়া হলো।

আদালতে কিশোরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

ডিএজি বাপ্পী জানান, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল এ মামলায় পুনঃতদন্তের যে আদেশ দিয়েছেন, আগামী ১৫ মার্চ তার তদন্ত প্রতিবেদেন দেয়ার তারিখ আছে।

আর হাইকোর্টের আদেশ অনুযায়ী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এদিন লেখক মুশতাকের কারাগারে মৃত্যুর বিষয়টি হলফনামা করে আদালতকে জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামিন,কার্টুনিস্ট কিশোর,ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close