reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২১

অস্ত্র মামলায় অব্যাহতি পেলেন ইরফান সেলিম

অস্ত্র আইনের মামলা থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। এ মামলার পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার ইরফান সেলিমকে অব্যাহতির আদেশ দেন।

ইরফানের আইনজীবী শ্রী প্রাণনাথ সংবাদমাধ্যমকে বলেন, ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষকে বলা হযেছিল চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানাতে। রাষ্ট্রপক্ষ চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে কোনো না-রাজি দেয়নি। সে কারণে আদালত আজ তা গ্রহণ করে আদেশ দিয়েছে।

অভিযোগের বিষয়ে তদন্ত শেষে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন গত ৫ জানুয়ারি ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন। মামলার এজাহারে মিসটেক অব ফ্যাক্টস অর্থাৎ তথ্যগত ভুল ছিল জানিয়ে ইরফানের অব্যাহতি চাওয়া হয় সেখানে।

তবে ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লার বিরুদ্ধে হওয়া অস্ত্র ও মাদক আইনের অন্য দুটি মামলায় অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয় সে সময়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ত্র মামলা,ইরফান সেলিম,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close