reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০২০

তদন্তভার র‌্যাবের কাছে

সিফাতের জামিন ৩ মামলাতেই

পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর গ্রেফতার হন তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত। এরপর এ ঘটনায় পুলিশের করা তিনটি মামলাতেই আসামি করা হয় সিফাতকে। সোমবার সেইসব মামলাতে সিফাতের জামিন মঞ্জুর করেন আদালত।

এছাড়া তিনটি মামলারই তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। সিনিয়র আইনজীবী মো. মোস্তফা এসব বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, সিফাতের নামে রামু থানায় একটি মাদক এবং টেকনাফ থানায় মাদক ও হত্যা মামলা করে পুলিশ। সোমবার বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে মাদক মামলায় সিফাতের জামিন হয়। এছাড়া বেলা সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত ৩-এ বাকি দুটি মামলায় জামিন পান সিফাত। এ সময় বিচারক তিনটি মামলারই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবকে এর তদন্তভার দেন।

এর আগে রোববার সিনহার আরেক সহযোগী মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথকে জামিন দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামলা,জামিন,সাহেদুল ইসলাম সিফাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close