নিজস্ব প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০২২

মৌখিকের পরদিন ১৩০০ কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ

ছবি : প্রতিদিনের সংবাদ

উপসহকারী কৃষি কর্মকর্তার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক দিন পরই ১ হাজার ৩০২ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালেই এই কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে। পিএসসি-সংশ্লিষ্ট একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা নিয়োগের কাজটি করেছে পিএসসি।

জানতে চাইলে পিএসসির ওই কর্মকর্তা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে উপসহকারী কৃষি কর্মকর্তা বা এই সমমানের দশম গ্রেডের নন-ক্যাডার নিয়োগের পরীক্ষা নিয়েছে পিএসসি। সোমবার এই পদের মৌখিক পরীক্ষা শেষ হয়। আর এক দিন পরই নিয়োগের সুপারিশ পেতে যাচ্ছেন ১ হাজার ৩০২ জন কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ নিয়োগের বিজ্ঞপ্তি ২০২০ সালের ৪ জুন প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা নেওয়া হয় ২০২২ সালের ২২ মে। লিখিত পরীক্ষায় পাস করেন ১ হাজার ৩৬২ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাকরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close